শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন মেয়র।
Published : 08 Jul 2023, 08:49 PM
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।
শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন মেয়র।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু, ১৯৭৫ সালের ১৫ অগাস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। প্রার্থনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ুও কামনা করা হয়।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বরিশালের নবনির্বাচিত কাউন্সিলর, টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে খোকন সেরনিয়াবাত নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।