বরিশালের গৌরনদী উপজেলায় অজ্ঞাত বাহনের সঙ্গে সংঘর্ষে মাহেন্দ্র টেম্পুর চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গাইনের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার এএসআই মামুন।
নিহত মো. হোসেন সরদার (২০) উপজেলার টরকী কসবা এলাকার মো. আক্তার হোসেন সরদারের ছেলে।
এএসআই মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোসেন সরদার মাহেন্দ্র টেম্পু নিয়ে ভুরঘাটা দিকে গৌরনদীর দিকে আসছিলো। পথে ঢাকাগামী কোনো বাহনের সঙ্গে তার মাহেন্দ্র টেম্পুর সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকতার হোসেন জানান, তারা টেম্পু চালক হোসেনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে।