যশোর সীমান্তে ১০টি সোনার বারসহ দুইজন গ্রেপ্তার

জব্দ করা সোনার ওজন এক কেজি ১৬৭ গ্রাম; যার মূল্য প্রায় এক কোটি টাকা।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2023, 12:15 PM
Updated : 23 March 2023, 12:15 PM

যশোরের সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। 

বৃহস্পতিবার শার্শা উপজেলার জামতলায় এ অভিযান চালানো হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানিয়েছেন। 

গ্রেপ্তাররা হলেন- নড়াইল সদরের বাহির গ্রামের বাসিন্দা জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিল গ্রামের নয়ন আলী (১৮)। 

তানভীর রহমান বলেন, পুটখালী সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচারের হওয়ার সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল জামতলা এলাকায় অবস্থান নেয়। জাফর ও নয়নের গতিবিধি সন্দেহজনক হলে তাদের আটক করা হয়। 

"পরে তাদের দেহ তল্লাশি করে পায়ের মোজার ভিতর কৌশলে লুকিয়ে রাখা ১০টি সোনর বার উদ্ধার করা হয়। জব্দ করা সোনার ওজন এক কেজি ১৬৭ গ্রাম; যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।" 

তাদের বিরুদ্ধে মামলা করে শার্শা থানায় পাঠানো হয়েছে এবং সোনার চালানটি যশোরে ট্রেজারিতে জমা করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।