“অনেকদিন পর নিজের এলাকার মানুষকে দেখে প্রধানমন্ত্রী খুবই আনন্দিত ও উদ্বেলিত ছিলেন,” বলেন স্থানীয় এক নেতা।
Published : 30 Dec 2023, 11:23 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কানায় কানায় পূর্ণ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার মাঠ। সকাল থেকেই উপজেলা ও আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিলসহ নেতাকর্মীরা জনসভাস্থল শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন।
শনিবারের এ জনসভায় নেতাকর্মী ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দূর থেকে এক পলক দেখতে ভিড় করেন কিশোর থেকে বৃদ্ধরাও। সভাস্থল সকাল সোয়া ৯টার মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়।
বেলা সোয়া ১১টায় জনসভার মঞ্চে উঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে আসন গ্রহণ করেন তিনি।
এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেখান, কয়েকজন কিশোর দূরের একটি গাছের মগডালে উঠে বসে আছে তাকে দেখার জন্য। ভিড়ের মধ্যে জায়গা না পেয়ে প্রিয় নেত্রীকে দেখতে দূরের গাছে উঠে পড়েছেন তারা।
তখন প্রধানমন্ত্রী আসনে বসেই নিজের মোবাইলে সেই ছবি তোলেন। পরে সেই ধারণ করা ছবি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে হাস্যোজ্জ্বল মুখে দেখান শেখ হাসিনা।
সভা শেষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, “প্রিয় নেত্রীকে দেখতে কয়েকজন কিশোর গাছের মগডালে উঠেছেন দেখেই প্রধানমন্ত্রী মঞ্চে বসেই নিজের মোবাইলে জুম করে ছবি তোলেন। পরে সেই ছবি তিনি আমাকে দেখান। আমি আবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতিকে দেখাই।
“প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। তাকে এক পলক দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ জনসভাস্থলে এসেছিলেন। এ ছাড়া অনেকদিন পর নিজের এলাকার মানুষকে দেখে প্রধানমন্ত্রী খুবই আনন্দিত ও উদ্বেলিত ছিলেন।”
আগামী ৭ জানুয়ারির ভোটের প্রচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের আসন গোপালগঞ্জ-৩ এর মানুষের কাছে নৌকায় ভোট চাইতে জনসভা করেন। টুঙ্গিপাড়ার পর তিনি পাশের উপজেলা কোটালীপাড়ায় আরেকটি জনসভা করেন। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত এ আসন।
নিজের নির্বাচনি প্রচারের আগে দুই দিনের সফরের প্রথম দিন শুক্রবার বরিশালে জনসভা করেন আওয়ামী লীগ সভাপতি। এরপর সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন। রাতে তিনি নিজ বাড়িতে অবস্থান করেন।
ঢাকায় ফেরার আগে শেখ হাসিনা শনিবার বিকালে মাদারীপুরের কালকিনি উপজেলায় আরেকটি জনসভায় যোগ দেন।