সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন দুলালসহ ১০১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
Published : 22 Feb 2024, 09:21 AM
পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিএনপির ৪০১ নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে থানায় মামলা হয়েছে।
সোমবার বিকালে কেন্দুয়া থানার এসআই মো. তানভীর মেহেদী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালী, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন দুলালসহ ১০১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিউল আলম বলেন, রোববার বিএনপির রোড মার্চ উপলক্ষে উপজেলার সান্দিকোণা বাজার এলাকায় দলটির নেতা-কর্মীরা জড়ো হয়। পরে তারা পুলিশের কাজে বাধা দেওয়াসহ হামলা চালায়। এ সময় বিএনপির মিছিল থেকে পাঁচটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
হামলার ঘটনা তদন্তসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]