জব্দকৃত পণ্য আদালতের মাধ্যমে নিলাম দেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাত হাজার কেজি ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদে শনিবার গভীর রাতে ১৪০টি বস্তা ভরতি চিনিসহ একটি ট্রাক এবং বাবুধন চাকমা ও জিয়া মিয়া নামের দুই ব্যক্তিকে আটক করা হয় বলে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান।
এসপি জানান, ভারতের মিজোরাম রাজ্যের উদয়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে চিনি আনার দায়ে ওই দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।