Published : 22 Jun 2023, 01:12 PM
নরসিংদীর মনোহরদী উপজেলায় কাপড় কিনতে যাওয়ার পথে গাড়ি চাপায় মারা গেছেন এক কাপড় ব্যবসায়ী।
বৃহস্পতিবার ভোরে উপজেলার চালাকচর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন।
তবে কোন গাড়ির চাপায় এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত কাজল মিয়া উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত. মান্নানের ছেলে। চালাকচর বাজারের ৫০ বছর বয়সী এই ব্যবসায়ী বাবুর হাট থেকে কাপড় কেনার জন্য যাচ্ছিলেন।
নিহতের প্রতিবেশী মো. নয়ন মিয়া জানান, ঈদকে সামনে রেখে কাপড় কেনার জন্য ভোরে বাড়ি থেকে রওনা হয়ে চালাকচর বাসস্ট্যান্ডে আসেন কাজল মিয়া।
“এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাজল মিয়াকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
“এতে কাজল মিয়া ঘটনাস্থলেই মারা যান।”
তবে ওসি ফরিদ উদ্দিন বলেন, স্থানীয়দের তথ্যমতে কভার্ড ভ্যান নাকি প্রাইভেট কারের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।