৩৮ বোতল ফেনসিডিল বহনের দায়ে নারীর যাবজ্জীবন

জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে তাকে ২০১৩ সালের অক্টোবরে আটক করা হয়েছিল।  

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2023, 04:00 PM
Updated : 1 Feb 2023, 04:00 PM

জয়পুরহাটে মাদক মামলায় এক নারীকে দশ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান। 

দণ্ডপ্রাপ্ত পঞ্চাশোর্ধ্ব মঞ্জুয়ারা বেগম দিনাজপুরের বিরামপুর উপজেলার তিওর গ্রামের বাসিন্দা। 

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০১৩ সালের ১০ অক্টোবর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে ইজিবাইকে জেলা শহরের দিকে যাচ্ছিলেন মঞ্জুয়ারা। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বনখুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ইজিবাইক আটকিয়ে তল্লাশি চালায়। সেই সময় ৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

ওই দিনই সদর থানায় একটি মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মনছুর রহমান। 

পাঁচজনের সাক্ষী গ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছে বলে জানান আইনজীবী। 

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন রায়হান নবী।