“শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।”
Published : 10 Jun 2023, 06:53 PM
শরীয়তপুরের জাজিরায় এক ব্যবসায়ীকে থানায় আটকে নির্যাতনের পর ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ বদিউজ্জামান জানান।
এ ঘটনায় জড়িত সন্দেহে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) রাসেল মনিরের বিরুদ্ধে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বদিউজ্জামান।
পুলিশ জানায়, নির্যাতনের পর চেক লিখে নেওয়ার ঘটনায় গত ২ জুন শরীয়তপুর পুলিশ সুপার সাইফুল হকের কাছে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির এবং পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমানের নামে অভিযোগ করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী আবু জাফর ওরফে ঠাণ্ডু চোকদার উপজেলার নাওডোবা বাজারের ব্যবসায়ী। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন ওই দুই কর্মকর্তা।
এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ বদিউজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বদিউজ্জামান বলেন, প্রাথমিকভাবে মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার থেকে পদ্মা সেতু দক্ষিণ থানায় ওসির দায়িত্ব পালন করবেন পরিদর্শক (তদন্ত)। অপরজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। তবে এ ঘটনায় পুলিশ বিব্রত।
আরও পড়ুন: