পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোট হবে ১২ ফেব্রুয়ারি।
Published : 17 Jan 2024, 07:09 PM
ভোটের আট দিন আগে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পত্নীতলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা।
বুধবার বিকালে মেহেদী মাহমুদ রেজা এবং মেজবাউল হোসেন কাজল মনোনয়ন জমা দেন বলে তিনি জানান।
২৯ ডিসেম্বর নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য করে তফসিল ঘোষণা করে ইসি।
এতে ১৭ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন দাখিল, ১৮ জানুয়ারি বাছাই, ১৯-২৩ জানুয়ারি পর্যন্ত আপিল, ২৩ জানুয়ারি আপিল নিষ্পত্তি, ২৫ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ঠিক করা হয়।
নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, “নতুন করে তফসিল ঘোষণার আগে ৭ জানুয়ারির নির্বাচনে বৈধ্য প্রার্থী শহিদুজ্জামান সরকার বাবলু (নৌকা), তোফাজ্জ্বল হোসেন (লাঙ্গল) এবং স্বতন্ত্র এইচ এম আখতারুল আলমকে (ট্রাক) নতুন করে মনোনয়ন দাখিল করতে হবে না।
“নতুন করে দাখিল করা দুইজনের মনোনয়ন বৈধ্য হলে এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা প্রচার- প্রচারণা করতে পারবেন।”
নির্বাচন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ, নির্বাহী হাকিমরা দায়িত্ব পালন করবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার তিন লাখ ৫৫ হাজার ৫৬১ জন। এর মধ্যে নারী এক লাখ ৭৮ হাজার ১৯৪ জন এবং পুরুষ এক লাখ ৭৭ হাজার ৩৬৭ জন। মোট ভোটকেন্দ্র ১২৪টি।
আরও পড়ুন:
নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি
নওগাঁ-২: স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে নির্বাচনি কার্যক্রম বাতিল