রংপুরে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

২০২০ সালের ডিসেম্বরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক নারীকে ধর্ষণ করেন মিঠুন শেখ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2022, 08:26 AM
Updated : 24 Nov 2022, 08:26 AM

রংপুরের তারাগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম আলী আহমেদ এই রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) তাজিবুর রহমান লাইজু। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর রংপুরের তারাগঞ্জের দামোদর পুর কাজী পাড়া এলাকায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক নারীকে ধর্ষণ করে প্রেমিক মিঠুন শেখ।

এই ঘটনায় তারাগঞ্জ থানায় ১১ ডিসেম্বর মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমতাছের হাসান মাসুম চলতি বছর ২৯ মে আদালতে অভিযোগপত্র দেন। পরে ৩০ অগাস্ট নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এ অভিযোগপত্র গৃহীত হয়।

সাক্ষ্য এবং জেরা শেষে বিচারক বৃহস্পতিবার এই রায় দিলেন। রায়ে যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

পি পি লাইজু আরো জানান, রায়ে বাকি চার আসামিকে বেকসুর খালাস দেয় আদালত।

এছাড়াও খালাসপ্রাপ্ত আসামিদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানোর কারণে তদন্তকারী কর্মকর্তা মমতাছের হাসান মাসুমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর্যবেক্ষণও দেয় আদালত।

এদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হাকিম বলেন, “রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি, আমরা উচ্চ আদালতে আপিল করব।”