আবহাওয়া অফিস বলছে, ঈদের আগে বৃষ্টি শুরু হলেও স্বাভাবিক আবহাওয়ায় ফিরে যেতে আরও সময় লাগতে পারে।
Published : 20 Apr 2023, 12:08 AM
দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের মধ্যে সিলেটে দুদিনের মধ্যে ফের বৃষ্টি হয়েছে। একই সঙ্গে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া ছিল।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে শুরু শেষ হয়ে ১১টার আগে শেষ হয়।
সিলেট নগরীর ধোপাদিঘীর পাড়ে বৃষ্টিতে আটকা পড়া সুমন বলেন, “আজ দিনেও বেশি গরম লেগেছে। এখন বৃষ্টি হওয়াতে গরম কমেছে। তাই ভালো লাগছে। প্রতিদিন এ রকম বৃষ্টি হলে আরও ভালো হতো।”
তিনি জানান, বন্দরবাজার এসেছিলেন বৃষ্টির আগে। মার্কেটে গিয়ে গরমে অহস্য লাগছিল। বৃষ্টিতে কিছুটা স্বস্তি বোধ করছেন।
তবে শিলাবৃষ্টিও হওয়ায় কৃষকদের ক্ষতিতে ফেলবে বলে তিনি মনে করেন।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, “সিলেটে বৃষ্টি হয়েছে। এ আভাস আমরা আগেই দিয়েছিলাম।”
বুধবার সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন সংবাদমাধ্যমে বলেন, সিলেট বিভাগের কিছুকিছু এলাকায় আগামীকাল [বৃহস্পতিবার] থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে; যা আগামী রোববার পর্যন্ত চলবে। সেই হিসেবে সিলেটে ঈদের দিন বৃষ্টি থাকবে।
বৃষ্টি হলেও তাপমাত্রা কমতে আরও সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, “অর্থাৎ ঈদের আগে বৃষ্টি শুরু হলেও স্বাভাবিক আবহাওয়ায় ফিরে যেতে আরও সময় লাগতে পারে। তাপমাত্রা কমেছে ঠিকই, কিন্তু একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়ছে। জলীয় বাষ্প বাড়ায় আর্দ্রতা বাড়ছে। সেই সাথে ভ্যাপসা ভাব বেড়ে যাচ্ছে।”
এর আগে সোমবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আর সিলেট নগরীতে বৃষ্টি হয়েছিল।
এপ্রিল মাসে কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম গোটা দেশে জনজীবন অসহনীয় করে তুলেছে। গত সোমবার পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে ওঠে, যা পাঁচ দশকে সর্বোচ্চ ছিল।
আরও পড়ুন
বৃষ্টি নামল সিলেটে, স্বস্তি মিলল
দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে