কুয়াশা: সাড়ে ১১ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট ফেরি চালু

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মাঝ নদীতে আটকে পড়া ফেরিগুলোও ঘাটে ফিরতে শুরু করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2023, 04:28 AM
Updated : 30 Jan 2023, 04:28 AM

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে ফে‌রি চলাচল সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিআইড‌ব্লিউ‌টি‌সি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, কুয়াশা কমে যাওয়ায় ফেরি আবার চালু হয়েছে।

রোববার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে; রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে।

ফলে রোববার রাত ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে বিআইড‌ব্লিউ‌টি‌সি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ জানান।

এদিকে প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে ফেরি বন্ধ থাকায় আরিচা এবং কাজিরহাট উভয় ঘাট এলাকায় শতাধিক ছোট বড় যানবাহন নদী পারের অপেক্ষায় আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।