বান্দরবানে ‘সন্ত্রাসীদের গুলিতে’ শ্রমিক গুলিবিদ্ধ, নিখোঁজ ৪

এ ঘটনার সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2023, 05:39 PM
Updated : 11 March 2023, 05:39 PM

বান্দরবানের থানচি-লিক্রি সীমান্তে ‘সন্ত্রাসীদের’ ছোঁড়া গুলিতে এক শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও চার শ্রমিক।

শনিবার বিকালে থামলক পাড়া এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন থানচি থানা ওসি ইমদাদুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয়জন শ্রমিক সড়ক নির্মাণের জন্য ইট বহনকারী দুটি ট্রাক নিয়ে থানচির দিকে আসছিল।

“বিকাল ৩টার দিকে থানচি-লিক্রি সড়কের ২০-২২ কিলোমিটারের মধ্যে ট্রাক দুটি পৌঁছালে ১০-১৫ জনের সশস্ত্র একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।”

তাতে শ্রমিক জালাল (৩০) গুলিবিদ্ধ হন, আর প্রাণে বাঁচতে গিয়ে ফোরকান (২৯) আহত হন বলে জানান পুলিশ কর্মকর্তা ইমদাদুল।

তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকি চার শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

নিখোঁজদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন ট্রাক চালক রুবেল (৩২) ও শ্রমিক সূর্য দাশ (৩০)।

এ ঘটনার সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ‘সন্ত্রাসীরা’ জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন ওসি ইমদাদুল।