‘চোরাই পথে আনা’ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে 

পুলিশ বলছে, তল্লাশি চৌকিতে থামিয়ে মোটরসাইকেলটির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2023, 05:12 PM
Updated : 3 Feb 2023, 05:12 PM

বগুড়ার শাজাহানপুরে চোরাই পথে আনা মোটরসাইকেলসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শাজাহানপুরের বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা ডিবি পুলিশের এসআই আলী জাহান জানান।

শুক্রবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার গোলাম গাউছ লিমন (২৪) উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানান শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 

ডিবির ওই এসআই জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার বনানীতে তল্লাশি চৌকি বসানো হয়। রাত সাড়ে ১০টার দিকে গোলাম গাউছ ১৫০ সিসি হোন্ডা কোম্পানির কালো রঙের একটি মোটরসাইকেল চালিয়ে এ পথে যাচ্ছিলেন।

“তল্লাশি চৌকিতে তাকে থামিয়ে মোটরসাইকেলটির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এক পর্যায়ে গাউছ মোটরসাইকেলটি চোরাইপথে প্রতিবেশী দেশ থেকে এনেছেন বলে স্বীকার করেন।”

তখন তাকে গ্রেপ্তার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। 

এসআই আলী জাহান আরও জানান, এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শাজাহানপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া বলেন, “শুনেছি বাহির দেশের মোটরসাইকেল অবৈধভাবে ব্যবহার করায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”