গাজীপুরে এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিন বিকল, ১ ঘণ্টা পর উদ্ধার

ওই এলাকায় ডাবল লাইন থাকায় অন্য ট্রেনের চলাচল বিঘ্নিত হয়নি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2023, 06:34 AM
Updated : 26 Jan 2023, 06:34 AM

গাজীপুরের পুবাইলে ইঞ্জিন বিকল হয়ে প্রায় এক ঘণ্টা আটকে ছিলো  ঢাকাগামী এগারসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস। তবে সেখানে ডাবল লাইন থাকায় অন্য ট্রেনের চলাচল বিঘ্নিত হয়নি।

বৃহস্পতিবার সকাল ১০টায় পুবাইলের তালুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয় বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস। ট্রেনটি পুবাইলের তালুটিয়া এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়।

তবে ওই এলাকায় ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।

এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে প্রায় ঘণ্টা খানেক আটকে ছিল।এ সময় টঙ্গী রেল জংশনে থাকা নতুন একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয় এবং পৌনে ১১টার দিকে পূবাইল স্টেশন এলাকায় বিকল ইঞ্জিনটি রেখে ট্রেনটি টঙ্গী জংশনে নিয়ে যাওয়া হয়।

পরে ১১টা ২৫ মিনিটে টঙ্গী জংশন থেকে এগারসিন্ধু ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে বলে জানান স্টেশন কর্মকর্তা রাকিবুর।