১৬ সেপ্টেম্বর বিকালে ওই গৃহবধূ বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে গিয়ে প্রতিপক্ষের মারধরের শিকার হন বলে জানায় র্যাব।
Published : 01 Apr 2024, 02:08 AM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক গৃহবধূ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৪ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নরসিংদী জেলার শিবচর থানার কাবারচর এলাকা থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হচ্ছেন, কেন্দুয়া উপজেলার পাঁচহার বড়বাড়ী গ্রামের মৃত গুমেজ আলীর দুই ছেলে মো. আংগুর মিয়া (৫০) ও মো. নুর মিয়া (৪৫)। তারা গৃহিনী মোস্তফা আক্তার (৬০) হত্যা মামলার আসামি।
আনোয়ার হোসেন মামলার বরাত দিয়ে জানান, দীর্ঘদিন ধরে মোস্তফা আক্তার ও তাদের প্রতিবেশী আংগুর মিয়া-নুর মিয়ার পরিবারের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল।
এর মধ্যে গত ১৬ সেপ্টেম্বর বিকালে মোস্তফা আক্তার বাড়ির পাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে গেলে আসামিরা তাকে মারধর করে গুরুতর আহত করে।
পরে পরিবারের সদস্যরা মোস্তফা আক্তারকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের মেয়ে আয়াতুল বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]