পুলিশ জানায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
Published : 28 Dec 2023, 07:10 PM
মানিকগঞ্জ-২ আসনে ‘নৌকায় ভোট না দিলে হাত কেটে নেওয়া ও গুলি করার’ হুমকিদাতা আলী ইস্কান্দারের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন বলে জানান সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো।
তিনি আরও বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হুমকির ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ (১৯৭২) অনুযায়ী আওয়ামী লীগ নেতা আলী ইস্কান্দারকে আসামি করেন সিঙ্গাইর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম।
নৌকায় ভোট না দিলে হাত কেটে ফেলার হুমকি আওয়ামী লীগ নেতার
মামলার এজাহারে নির্বাচন কর্মকর্তা উল্লেখ করেন, আসামির এ ধরনের ভিডিও বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়। এতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবৈধভাবে প্রভাব খাটানোর অভিপ্রায় প্রকাশ পায়।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কর্মীরা প্রচার চালাচ্ছিলেন।
পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।