ঝালকাঠিতে হত্যার বিচার দাবি করে লাশ নিয়ে বিক্ষোভ

আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করেনি বলে অভিযোগ।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2022, 04:30 PM
Updated : 17 August 2022, 04:38 PM

ঝালকাঠিতে হত্যার বিচার দাবি করে এক নারীর মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজনরা।

জেলা প্রশাসন কার্যালয়, সদর থানা ও প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুরে তারা এ বিক্ষেভ করেন।

মরদেহটি ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার দিনমজুর খোকন বিশ্বাসের স্ত্রী তাসলিমা বেগমের (৩৫)।

খোকন বিশ্বাসের অভিযোগ, গত ১৫ এপ্রিল জমি নিয়ে বিরোধের জেরে প্রভাবশালী কয়েকজন প্রতিবেশী তার স্ত্রীকে বেধড়ক পেটায় ও দা দিয়ে কুপিয়ে আহত করে। এরপর চার মাস হাসপাতালে ও বাসায় চিকিৎসা শেষে তিনি মারা যান।

হামলার ঘটনায় খোকন বিশ্বাস বাদী হয়ে ঝালকাঠির আদালতে একটি মামলা করেন।

খোকন বলেন, “আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই।”

হামলার অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক খলিলুর রহমান।

মৃত্যু হামলার কারণে হয়ে থাকলে তা আগের মামলায় সংযুক্ত করার পাশাপাশি আসামিদের গ্রেপ্তার করা হবে বলেও তিনি জানান।