কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে গাছপালা উপড়ে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার সকালের পর থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে উপকূল সংলগ্ন এই স্থলভাগে। দুপুরের দিকে প্রচণ্ড বাতাসের সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়ে। বিকাল সাড়ে ৪টার পর বাতাসের বেগ ও বৃষ্টি কমতে থাকে।
পৌনে ৫টার দিকে শাহ পরীর দ্বীপের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড ঘুরে দেখা গেছে, গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের কাঁচা ঘরবাড়ির উপর এসব গাছ পড়ে ক্ষতি হয়েছে। বাজারে দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোথাও কোথাও টিনের চাল উড়ে যেতে দেখা গেছে। শাহ পরীর দ্বীপের তিন রাস্তার মাথার বাজার এবং শাহ পরীর দ্বীপ ফুটবল মাঠের পাশের সড়কে গাছ পড়ে থাকায় যান চালাচল কিছুটা ব্যাহত হচ্ছে।
এসব এলাকার অধিকাংশ মানুষই ঝড়ের পূর্বাভাস পেয়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। ফলে বাড়িঘর ও এলাকা প্রায় জনশূন্য।
তবে বিকাল ৫টার পর থেকে লোকজনকে শাহ পরীর দ্বীপ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ির দিকে যেতে দেখা গেছে।
এন সময় আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। লোকজন সেই বৃষ্টি মাথায় নিয়েই ঘরবাড়ির দিকে যাত্রা শুরু করেছে।