খুন ও চালকদের মারধর: ময়মনসিংহে ৯ ঘণ্টা বাস চলাচল বন্ধ

শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে বাস চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান ওসি।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 01:40 PM
Updated : 12 Nov 2023, 01:40 PM

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন ও দুই বাস চালককে মারধরের ঘটনায় ময়মনসিংহে ৯ ঘণ্টা সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল।

রোববার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ময়মনসিংহের সব আঞ্চলিক সড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয় বলে জানান জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু।

গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে একটি মাইক্রোবাসের যাত্রী ও ট্রাক চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে মাইক্রোবাস থেকে কয়েকজন যুবক নেমে ট্রাক চালককে গালমন্দ ও মারধর করেন।

এসময় স্থানীয় পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা বাধা দিলে দুর্বৃত্তরা উপস্থিত লোকজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নগরীর কালীবাড়ি এলাকার আব্দুর রাজ্জাক রাকিব নামে যুবককে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন- একই এলাকার জায়েদ উদ্দিনের ছেলে সাদেক আলী (৩২) ও ৩৩ নম্বর ওয়ার্ডের চর ঝাউগড়া এলাকার প্রয়াত আক্তার আলীর ছেলে শহিদ মিয়া (৪০)। আহত দুজনই পেশায় বাস চালক।

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শনিবার রাতই নিহত রাকিবের মা হাসি বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন জানিয়ে ওই থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রতিবাদে রোববার ঘটনাস্থলের কাছাকাছি শম্ভূগঞ্জ এলাকায় মানববন্ধনের পাশাপাশি সড়কে বাস চলাচল বন্ধ রাখে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন।

সংগঠনটির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু বলেন, “শনিবার রাতে বিনা কারণে আব্দুর রাজ্জাক রাকিব নামে এক যুবক খুন, বাস চালক সাদেক আলী ও শহিদ মিয়া আহতের ঘটনায় বাস চলাচল বন্ধ করেছি।”

এ বিষয়ে শহরের মাসকান্দা বাস টার্মিনালের এনা পরিবহনের সহকারী ম্যানেজার আলম মিয়া বলেন, “জেলা শ্রমিক ইউনিয়নের নির্দেশে সকাল থেকে কোনো বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। তবে, ঢাকা থেকে ছেড়ে আসা বাস টার্মিনালে ঢুকছে।”

জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওসি শাহ কামাল আকন্দ।

আরও পড়ুন:

Also Read: ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন, আহত ২