ইউএনও বলেন, “আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
Published : 31 Oct 2023, 05:50 PM
পটুয়াখালী শহরে একটি সার্বজনীন মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ গ্রেপ্তার বা আটক হয়নি।
সোমবার রাতে কোনো এক সময় শহরের আনসার ক্যাম্প সংলগ্ন সার্বজনীন মনসা মন্দিরের সরস্বতীর প্রতিমা ভাঙচুর করা হয় বলে পটুয়াখালী সদর থানার ওসি মো. জসীম জানান।
মন্দির কমিটির সভাপতি সমীর কুমার দাস সাংবাদিকদের বলেন, “প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে অনেকেই মন্দিরে প্রণাম করতে যান। আজ সকালে তারা গিয়ে দেখেন, সরস্বতী প্রতিমা ভেঙে মেঝেতে ফেলে রাখা হয়েছে। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।”
মন্দিরটিতে বাৎসরিক মনসা ও সরস্বতীর পূজা করা হয়। এ ছাড়া প্রতি রোববার মনসার পূজা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলার সভাপতি স্বপন ব্যানার্জী বলেন, তিনি ঘটনার খবর পেয়ে মন্দির পরিদর্শন করেছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান বলেন, “আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
সদর থানার ওসি জসীম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও উদঘাটন করা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”