গ্রেপ্তার দুই নেতাকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ৷
Published : 15 Jan 2024, 04:54 PM
‘র্যাব পরিচয়ে’ ছিনতাইয়ের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন ওরফে সাজু গ্রেপ্তার হওয়ার পর পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি৷
সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান৷ ২০১৪ সালে রবিনকে সভাপতি ও সাজুকে সাধারণ সম্পাদক করে সোনারগাঁ পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ৷ এরপর আর কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি, নতুন কমিটিও আর ঘোষণা করা হয়নি৷
গত রোববার এক ব্যবসায়ীর করা ছিনতাই মামলায় গ্রেপ্তার রবিন ও সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ৷
এদিকে সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল (রাফেল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, গ্রেপ্তার রবিন ও সাজুকে আগেই কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল৷
“বিভিন্ন গণমাধ্যমে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদবি উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় বাংলাদেশ ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)