ট্রাকটি জব্দ করা হলেও চালক এবং তার সহকারী পালিয়ে যায়।
Published : 13 Feb 2024, 01:46 PM
বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল যাত্রী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বুজরুগ বাড়িয়া এলাকায় এ দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক এবং তার সহকারী পালিয়ে যায় বলে নারুলী পুলিশ ফাঁড়ির ওসি তরিকুল ইসলাম জানান।
নিহত কিশোর মাইনুর (১৫) ও সিফাত (১৫) সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা দুজনই শহরের বউ বাজার এলাকায় ভাড়া থাকতো।
তাদের মধ্যে মাইনুর বগুড়ার গাবতলী উপজেলার পারানীপাড়া গ্রামের মো. সুমনের ছেলে এবং করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আর সিফাত একই উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামের উজ্জ্বল হোসনের ছেলে।
ওসি তরিকুল বলেন, “মাইনুর আর সিফাত ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল ভরে বাসায় ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দুধবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।