পুলিশ জানায়, আহত অটোরিকশা চালককে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 20 Mar 2024, 01:14 PM
নীলফামারীতে পিক আপের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে জোর দাড়গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নীলফামারী সদর থানার পরিদর্শক মো. তানভিরুল ইসলাম জানান।
নিহতরা হলেন- সৈয়দপুর উপজেলার বাঙালীপুর নিজপড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. আবু তাহের (৫৭) এবং নওগাঁ সদরের খাস নওগাঁ গ্রামের আসাদ আলীর ছেলে নুরে আলম সিদ্দিকী (৩৬)।
পুলিশ জানায়, আবু তাহের জলঢাকা উপজেলা মৎস্য কার্যালয়ের অফিস সহায়ক এবং নুরে আলম সিদ্দিকী নীলফামারী মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক তানভিরুল বলেন, সকালে সৈয়দপুর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা নীলফামারী শহরের জোর দাড়গা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকা আপ ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
“এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুর আলম সিদ্দিকী ও আবু তাহের মারা যান। এ সময় গুরুতর আহত হন অটোরিকশার চালক মো. শাহাবুদ্দিন (৩২)।”
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার এবং আহত চালককে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
তানভিরুল বলেন, পিক আপের চালক পলাতক রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।