হবিগঞ্জ সদর হাসপাতালের পরিবেশকে ‘হতাশাজনক’ বললেন মানবাধিকার চেয়ারম্যান

তিনি বলেন, “হাসপাতালটিতে ভালো স্বাস্থ্যসেবা দেওয়ার মত কোনো পরিবেশ নেই।”

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2024, 10:43 AM
Updated : 28 Feb 2024, 10:43 AM

২৫০ শয্যার হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের পরিবেশকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

বুধবার দুপুরে হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “হাসপাতালটিতে ভালো স্বাস্থ্যসেবা দেওয়ার মত কোনো পরিবেশ নেই। অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি নেই পর্যাপ্ত পরিমাণ চিকিৎসকও।”

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “হাসপাতালের বেশিরভাগ রোগীরই বাহির থেকে ওষুধ কিনে আনতে হয়। তাই সার্বিকভাবে হাসপাতালের ব্যবস্থাপনা আরে বেশি কার্যকর হওয়ার প্রয়োজন রয়েছে।”

মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “মানবাধিকার সুরক্ষায় দীর্ঘ সূত্রতার তৈরি হচ্ছে। নিজেদের অবস্থান থেকে কেউ দায়িত্বশীলতার সাথে কাজ করছেন না। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

এ সময় আরও ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল ও ২৫০ শয্যা হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার।