নড়াইলে কৃষক হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১০ সালের ১০ এপ্রিল কৃষক সোবহানকে কুপিয়ে হত্যা করেন আসামিরা।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2023, 10:29 AM
Updated : 14 May 2023, 10:29 AM

নড়াইলের কালিয়া উপজেলায় এক কৃষককে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আকরাম হোসেন তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলি আলমগীর সিদ্দিকী জানান।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মো. ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল খাঁন, আশিকুর রহমান, ফসিয়ার মোল্যা। রায় ঘোষণার সময় আশিকুর রহমান পলাতক ছিলেন। আর ফসিয়ার মোল্যা মারা গেছেন।

মামলার বরাতে এপিপি আলমগীর জানান, ২০১০ সালের ১০ এপ্রিল সকালে সাতবাড়িয়া গ্রামের কৃষক সোবহান ফারাজী জমিতে পানি দেওয়ার জন্য ডিজেল কিনতে বাজারে যান।

“এ সময় টাকিমার স্লুইচগেটের পাশে ওত পেতে থাকা আসামিরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোবহানকে কুপিয়ে হত্যা করেন।”

এ ঘটনায় নিহতের ভাই জলিল ফারাজি বাদী হয়ে ২৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।

আইনজীবী আলমগীর আরও জানান, একই বছরের ৬ অক্টোবর এসআই মো. তৈয়েব আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ৩০ অক্টোবর মামলার চার্জ গঠন করে আদালত।

“১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।”

আসামিদের মধ্যে ফসিয়ার মোল্যা মারা যাওয়ায় তাকেসহ ২১ জনকে বেকসুর খালাস দেওয়া হয় বলে জানিয়েছেন এপিপি।