ঘটনাটির তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
Published : 01 Mar 2024, 02:18 PM
নোয়াখালীর সেনবাগ থানায় এক তরুণকে পেটানোর অভিযোগে এক এসআইকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত অফিস আদেশে সেনবাগ থানা থেকে এসআই সঞ্জয় সিকদারকে প্রত্যাহার করা হয়।
জানা গেছে, থানায় আটক ভাইয়ের খোঁজ নিতে যাওয়া তরুণ আবদুল্লাহ আল নোমানকে (২২) বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ ওঠায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভুক্তভোগী নোমান সেনবাগ উপজেলার উত্তর কাদরা গ্রামের আবু তাহেরের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে নোমানের বড় ভাই শাহাদাত হোসেনকে তাদের বাড়ির সামনে থেকে আটক করে থানায় নিয়ে যান এসআই সঞ্জয় সিকদার। খবর পেয়ে নোমান বড় ভাইয়ের খোঁজ নিতে থানায় যান।
এ সময় এসআই সঞ্জয় নোমানকে থানার একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে বেধড়ক পিটিয়ে আহত করেন বলে অভিযোগ উঠেছে।
নোমান অসুস্থ হয়ে পড়লে সাদা পোশাকে পুলিশ সদস্যরা তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে শুক্রবার মোহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত অন্য একটি অফিস আদেশে উল্লেখ করা হয়, ঘটনাটির তদন্তে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাজিবকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর দুই সদস্য হলেন, সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন এবং সদর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. আবু শাহেদ খান।
আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
এ বিষয়ে পুলিশ সপ্তাহের কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় অবস্থান করা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, “তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”