ভোটার উপস্থিতি ‘সন্তোষজনক’ জানিয়ে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে এ নির্বাচন শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন সিইসি।
Published : 27 Dec 2022, 12:50 PM
ঢাকা থেকে সিসিটিভিতে রংপুর সিটি করপোরেশনের ভোট দেখে সন্তুষ্ট প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সেখানে ‘উৎসবমুখর পরিবেশে’ ভোট হচ্ছে বলেই তার মনে হয়েছে।
ভোটের অর্ধেক বেলা পার হলেও ‘কোনো অভিযোগ পায়নি’ ইসি। ভোটার উপস্থিতিও ‘সন্তোষজনক’ জানিয়ে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে এ নির্বাচন শেষ হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রংপুর সিটির ২২৯টি কেন্দ্রর ১৩৪৯টি ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বসে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসি ক্যামেরার মাধ্যমে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সিইসি হাবিবুল আউয়াল এবং অন্য নির্বাচন কমিশনাররা।
সিইসি সাংবাদিকদের বলেন, “উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক। সিসিটিভির মাধ্যমে মনিটরিং করছি। ট্যাবের মাধ্যমে কক্ষে কক্ষে মনিটরিং করছি।
“ডিজিটাল মাধ্যম প্রযুক্তি ব্যবহার করে যতটা সুন্দরভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করা সম্ভব…। নির্বাচনের সুস্থতা, শুদ্ধতা, সঠিকতা নিশ্চিত করার কাজটা কমিশন করে যাচ্ছে।”
কাজী হাবিবুল আউয়াল বলেন, “আপনারা (সাংবাদিকরা) আরও অপেক্ষা করেন। পরে আরও তথ্য জানতে পারবেন। দিন শেষে চূড়ান্ত কথাটা বলা যাবে।… আমরা বলেছি- এখন পর্যন্ত যথেষ্ট ভালো হয়েছে। আমরা দেখি, যখন ভোট কার্যক্রম শেষ হবে, তখন আপনারা জানবেন আমরাও জানব।”
ভোটের তিনঘণ্টা নির্বিঘ্নে পার হওয়ার কথা জানিয়ে সিইসি বলেন, “শেষ পর্যন্ত সুষ্ঠুভাবেই রংপুরের ভোট গৃহীত হবে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এখন যেটা দেখা যাচ্ছে, সেটারই ইঙ্গিত।”
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ৯ জন রংপুরের নির্বাচনে মেয়র হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় আছেন, যাদের মধ্যে দুজন স্বতন্ত্র। বিএনপি ভোটে না থাকায় দ্বিমুখী লড়াইয়ের কথা বলেছেন স্থানীয়রা।
সকালে আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে জটিলতায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তফার ভোট দিতে আধা ঘণ্টা অপেক্ষা করতে হয়।
পরে সাংবাদিকদের সামনে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আমরা আগে থেকেই বলেছি ইভিএমেএ ধরনের ত্রুটি হতে পারে। রিটার্নিং কর্মকর্তা আমাদের আশ্বস্ত করেছেন সমস্যা হলে তারা ব্যবস্থা নেবে।
“কিন্তু আমার বেলায় যদি ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হয়, সাধারণ ভোটারের ক্ষেত্রে কী হবে এটা ভেবে দেখতে হবে।”
সিইসি কাজী হাবিবুল আউয়াল অবশ্য ইভিএমে ভোট নেওয়ার ধীরগতির বিষয়টিকে ‘আপেক্ষিক; বলছেন।
ঢাকায় তিনি সাংবাদিকদের বলেন, “শেষ পর্যন্ত দেখতে হবে কজন লোক ইভিএমে ভোট না দিয়ে চলে গেছে। আমরা সেটা মূল্যায়ন করব। এখন ধীরগতি হতে পারে… কিন্তু আমাদের কাছে যদি তথ্য আসে যে ব্যাপক সংখ্যক ভোটার ভোটই দিতে পারে নি, তখন সেটাকে সিরিয়াসলি আমরা গ্রহণ করব।”
রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, “নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালে ভোট শুরুর পর এখনও পরিবেশ স্বাভাবিক আছে। সুষ্ঠভাবে ভোট চলছে; কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
এ সিটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। পৌষের মাঝামাঝি সময়ে কুয়াশাচ্ছন্ন সকালে কেন্দ্রে ভোটার কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন দীর্ঘ হয়েছে।
নির্বাচনে মোট প্রার্থী রয়েছে ২৬০ জন। তাদের মধ্যে মেয়র পদে নয় জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।