অবরোধের মধ্যে রাজশাহী রেল স্টেশনে হাত বোমা

রেলওয়ের নিরাপত্তাকর্মীরা লাল ও কালো টেপ মোড়ানো বোমা দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 04:03 AM
Updated : 6 Nov 2023, 04:03 AM

বিএনপি ও জামায়াতে ইসলামীর অবরোধের মধ্যে রাজশাহী রেল স্টেশনে সামনের গেইটে পাওয়া গেছে দুটো হাত বোমা।

রোববার রাত সাড়ে ৯টার দিকে হাতবোমা দেখতে পেয়ে পুরো স্টেশন ঘিরে ফেলে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব। রাত সাড়ে ১০টার দিকে বম ডিসপোজাল ইউনিট বোমা দুটি নিস্ক্রিয় করে বলে বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের নিরাপত্তাকর্মীরা লাল ও কালো টেপ মোড়ানো বোমা দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ সময় পুরো স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকার নিয়ন্ত্রণে নেয়। পরে বম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। তারা এসে বোমা দুটি নিস্ক্রিয় করে।

এ নিয়ে ঘণ্টা খানেক উত্তেজনা চললেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান ওসি সোহরাওয়ার্দী।