তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
খুলনার বড় বাজার জুতাপট্টি ঘাট সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, “বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ১টা ৭ মিনিটে খবর পেয়ে আমাদের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।”
বাজারের ছিটকাপড় দোকান মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম বলেন, ১টার দিকে জুতাপট্টি ঘাটের পাশে একটি দোকানে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে যায়। এতে অ্যালুমিনিয়ামের দোকানসহ তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। আগুন নিয়ন্ত্রণে বাজারের শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন।