খুলনা মেডিক্যাল কলেজের অ্যাম্বুলেন্সটি পরীক্ষামূলকভাবে চালিয়ে যশোর শহরের দিকে যাচ্ছিলেন চালক।
Published : 06 Apr 2024, 03:27 PM
যশোরে আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্স। খুলনা মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সটির চালক দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পাঁচবাড়িয়ায় যশোর-মাগুরা সড়কে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইছালী ফাঁড়ি পুলিশের ইনচার্জ আমিনুর রহমান জানান।
তিনি জানান, খুলনা মেডিক্যাল কলেজের অ্যাম্বুলেন্সটি নতুন। ড্রাইভার পরীক্ষামূলকভাবে একা গাড়িটি চালিয়ে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ করেই অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে চালক গাড়ি থেকে নেমে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই অ্যাম্বুলেন্সটি পুরো পুড়ে যায়।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আজিজুল হক বলেন, ইঞ্জিনে ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আমিনুর জানান, অগ্নিকাণ্ডের সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে পুলিশের একাধিক টিম প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।