চুয়াডাঙ্গায় মুড়ির চালে ইঁদুর ও পাখির বিষ্ঠা, জরিমানা

“ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় এই জরিমানা করা হয়।”

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 12:49 PM
Updated : 5 March 2023, 12:49 PM

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদনের অভিযোগে একটি কারখানায় ৫০ হাজার টাকা জরিমানাসহ তিনদিন বন্ধের নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার ইসলামপুর ও চ্যাংখালী রোড এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। 

তিনি জানান, ইঁদুরের বিষ্ঠা মিশ্রিত চাল দিয়ে মুড়ি তৈরি, মুড়িতে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার, কারখানার চাউলের হলারে পাখির বিষ্ঠা, অস্বাস্থ্যকরভাবে প্যাকেট করা, প্যাকেটে মেয়াদ এবং মূল্য না দেওয়ার অপরাধে মেসার্স সরকার ট্রেডার্সের ভাই ভাই মুড়ি ফ্যাক্টরির মালিক মো. নাজমুস সাকিবকে ৫০ হাজার টাকা জরিমানা ও তিনদিন কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে এ বিষয়ে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল বলে সজল আহমেদ জানান। 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় এই জরিমানা করা হয় বলে তিনি জানান।