‘গেইটের ওজন অনুযায়ী উপযুক্ত কবজা ব্যবহার করা হয়নি।’
নীলফামারী সদর উপজেলায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আব্দুর রউফ জানান।
নিহত বিশ্বনাথ রায় (৭২) ওই গ্রামের দেবিচরণ রায়ের ছেলে। আগুনে বৃদ্ধের বসতঘরটিও পুড়ে যায়।
এলাকাবাসী বরাতে ওসি জানান, বিশ্বনাথ রাতে ঘুমানোর সময় ঘরের দরজায় ভেতর থেকে তালা দিয়েছিলেন। ঘরে মশার কয়েল জ্বালানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এগিয়ে আসার আগেই অগ্নিদগ্ধ হয়ে বিশ্বনাথ মারা যান।
কোনো অভিযোগ না থাকায় নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে ওসি আব্দুর রউফ জানান।