জেলার পুলিশ সুপার বলেন, পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড।
Published : 06 Jan 2024, 12:12 PM
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভোটকেন্দ্র পাহারায় থাকা এক গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার বহরপুর ইউনিয়নের চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।
নিহত রণজিৎ কুমার দে (৪০) একই এলাকার শিবেন্দ্র দের ছেলে।
পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রণজিৎ চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাহারার দায়িত্বে ছিলেন। তার সাথে ছিলেন ওই বিদ্যালয়ের নাইটগার্ড ইউসুফ হোসেন।”
ইউসুফের বরাত দিয়ে বালিয়াকান্দি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, “রাত সাড়ে ৩টার দিকে রণজিৎ প্রকৃতিক ডাকে সাড়া দিতে বিদ্যালয়ের পেছনে কাঠবাগানে যান। প্রায় আধাঘণ্টা পরও ফিরে না আসায় ইউসুফ ডাকাডাকি করেও রণজিতের সাড়া পাননি।
“সকালে ওই কাঠবাগানে রণজিতের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।”
পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, “ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে।”