মাদক পাচারকারিদের বহনকারি নৌকাটি মিয়ানমার অভ্যন্তরে নাফফোঁড়া দ্বীপের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
Published : 18 Mar 2023, 09:22 AM
কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে ‘মাদক পাচারকারিদের সঙ্গে গোলাগুলির পর' দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবার রাত ৯টায় হ্নীলা ইউনিয়নের নাফ নদী সীমান্তের শশ্মানঘাট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ বলেন, শুক্রবার রাতে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়।
“এক পর্যায়ে একটি কাঠের নৌকায় সন্দেহজনক তিন-চার জন লোককে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করতে দেখা যায়। নৌকাটি নদীর তীরে আসার পর বস্তাজাতীয় কিছু জিনিস ফেলতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়৷
“কিন্তু চালক নৌকাটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় বিজিবির এক সদস্য নৌকাটি থামাতে ফাঁকা গুলিবর্ষণ করে। তখন মাদক পাচারকারিরাও বিজিবির সদস্যদের লক্ষ্য করে পাল্টা গুলিবর্ষণ করে।
“এক পর্যায়ে মাদক পাচারকারিদের বহনকারি নৌকাটি মিয়ানমার অভ্যন্তরে নাফফোঁড়া দ্বীপের দিকে পালিয়ে যায়। "
বিজিবির এ কর্মকর্তা বলেন, “পরে ঘটনাস্থল তল্লাশী করে পাচারকারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের দুইটি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে পাওয়া যায় দুই লাখ ইয়াবা।"
উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।