সন্তানের মরদেহ দেখার পর বার বার মুর্ছা যাচ্ছিলেন বাবা।
মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন।
তারা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিলদিয়া গ্রামের নুরু মাতব্বরের স্ত্রী রওশন আরা (৪০) ও মেয়ে আল্লাদি আক্তার (২০)।
রাজৈর উপজেলার বৌলগ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে তারা নিহত হন বলে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জুয়েল জানান।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৯টার দিকে একটি ভ্যান উল্টে যায়। এ সময় ভ্যানের যাত্রী মা ও মেয়ে পেছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মারা যান তারা।
খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করে; আর লাশ উদ্ধার করে পাঠায় মাদারীপুর সদর হাসপাতাল মর্গে।