সিরাজগঞ্জে হাজার বিঘা জমিতে জলাবদ্ধতা, নিরসনের দাবি

অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন কৃষকরা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2022, 01:54 PM
Updated : 6 Dec 2022, 01:54 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষকরা তাদের জমির জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের কচিয়ার বিলের সামনে আশপাশের ছয়টি গ্রামের কৃষকরা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষক আব্দুর রহমান বলেন, কচিয়ার বিলে উপজেলার পুকুরপাড়, উনুখাঁ, জালশুকা, পাঠানপাড়া, কুমারগাইলজানি ও দাবিরগঞ্জ গ্রামের কৃষকদের প্রায় এক হাজার বিঘা জমি রয়েছে। বিলে অনেকেই মাছ চাষের জন্য অপরিকল্পিতভাবে পুকুর খনন করেছেন। এতে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে চার-পাঁচ বছর ধরে পুকুরের পাশের জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। 

কৃষক আব্দুস সামাদ বলেন, অনেকদিন ধরেই এই অবস্থা চলছে। জমিতে সবসময় গলাপানি থাকে। এগুলো কচুরিপানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখানে ফসল লাগানো যাচ্ছে না।

কৃষক আকতার হোসেন বলেন, “আমরা এসব জমিতে না পারছি চাষাবাদ করতে, না পারছি মাছচাষ করতে।”

এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত জলাবদ্ধতা দূর করে ফসলি জমিগুলো রক্ষার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।