জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
Published : 27 Jul 2023, 04:13 PM
চুয়াডাঙ্গার সদর উপজেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় দুই দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুলশান পাড়া ও পলাশপাড়ায় অভিযান পরিচালনা করা হয় বলে চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান।
তিনি বলেন, গুলশানপাড়ার মেসার্স সাহারু স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য, বাচ্চাদের চকলেট ও কোমল পানীয় জব্দ করা হয়।
“এ ছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দোকান মালিক সাহারুজ্জামানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।“
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের এই কর্মকর্তা আরও বলেন, “অন্যদিকে পলাশপাড়ার মেসার্স গৃহিণী স্টোরের মালিক ফেরদৌস আহম্মেদকে শিশুদের মেয়াদোত্তীর্ণ চকলেটসহ অন্যান্য পণ্য বিক্রয়ের অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।”
সজল আহম্মেদ বলেন, দুই দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো পুড়িয়ে নষ্ট করা হয়। এ বিষয়ে সতর্ক করাসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।