র্যাব জানায়, মনির কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত।
Published : 28 Feb 2024, 04:32 PM
নওগাঁর বদলগাছী উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ৭২ কেজি গাঁজাসহ এক ‘মাদক কারবারিকে’ গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁ সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক।
গ্রেপ্তার মনির হোসেনের (৪২) বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামে।
কোম্পানি অধিনায়ক মেজর সাদিক বলেন, মঙ্গলবার মাদক ব্যবসায়ী মনির কুমিল্লা থেকে বদলগাছী এলাকায় প্রাইভেটকারে গাঁজা বহন করবে বলে গোপন খবর পায় র্যাব।
“এরপর একটি র্যাবের একটি অভিযানিক দল বদলগাছী থানাধীন চারমাথায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। প্রাইভেটকারে অভিনব কায়দায় লুকানো ৭২ কেজি গাঁজাসহ মনিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়।”
তিনি বলেন, মনির ও চালক আলমগীর চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে বলে জানা যান।
মেজর সাদিক বলেন, “মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় প্রাইভেটকারে তার সরবরাহ করে আসছিলেন।”
মনিরের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।