সিলেটে বাসের ধাক্কায় গেল এইচএসসি পরীক্ষার্থীর প্রাণ

ফাহিম এইচএসসি পরীক্ষায় অংশ নিতে অটোরিকশায় করে হলের দিকে যাচ্ছিলেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2022, 04:11 PM
Updated : 24 Nov 2022, 04:11 PM

সিলেটের বিশ্বনাথে বাসের ধাক্কায় এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন; আহত হয়েছেন অপর চারজন।

বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশীরকাপন এলাকায় এ ঘটনা ঘটে বলে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর জানান।

নিহত ফাহিম আহমদ (১৮) উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারই গ্রামের পেয়ার আলীর ছেলে। তিনি বিশ্বনাথ সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।   

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, ফাহিম এইচএসসি পরীক্ষায় অংশ নিতে সকালে বাড়ি থেকে অটোরিকশায় করে বিশ্বনাথ পৌর শহরের দিকে যাচ্ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পশ্চিম চান্দশীরকাপন এলাকায় পৌঁছলে বিশ্বনাথ থেকে জগন্নাথপুরগামী একটি যাত্রীবাহী বাস ফাহিমদের বহনকারী অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা আহত হন।

তাদের উদ্ধার করে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহতরা হলেন অটোরিকশার চালক রিপন আহমদ (৩৫), যাত্রী রুহুল আমিন (২২), রনি মিয়া (১২), পাবেল আহমদ (১৮)।   

ওসি গাজী আতাউর জানান, নিহতের লাশ ময়নাতদন্ত হবে; মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ঘটনার পর পালিয়ে যাওয়া বাসচালককে আটকের চেষ্টা চলছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।