“দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিষ্ঠানটি এই শিল্পে জড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে।”
Published : 10 Apr 2023, 07:48 PM
কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক অস্বচ্ছল কর্মী ও স্থানীয় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
তারকামানের হোটেল সাইমন বিচ রিসোর্টের পক্ষ থেকে সোমবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বল্প-বেতনভোগী কর্মচারী, সার্ফার, সৈকতের পরিচ্ছন্নকর্মী ও ছিন্নমূল শিশু-কিশোরদের মাঝে নতুন কাপড়, তেল, সেমাই, চিনি ও দুধসহ নানা ঈদ সামগ্রী তুলে দেন সাইমন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক মাহবুব-উর-রহমান।
এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী বিতরণকালে মাহবুব-উর-রহমান বলেন, “কক্সবাজারে পর্যটন খাতের প্রথম বেসরকারি প্রতিষ্ঠান সাইমন বিচ রিসোর্ট। তাই দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিষ্ঠানটি এই শিল্পে জড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে।
ঈদের আনন্দ থেকে পর্যটন সংশ্লিষ্ট অস্বচ্ছল কোনো মানুষ যাতে বঞ্চিত না হয় এটি তারই একটি ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানান তিনি।
আগের দিন সন্ধ্যায় কক্সবাজারের বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে সাইমন বিচ রিসোর্ট কর্তৃপক্ষ।
হোটেলটির কাসাব্লাংকা রেস্টুরেন্টে আয়োজিত ইফতারে প্রশাসন ও দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশিষ্টজনেরা অংশ নেন।