চুয়াডাঙ্গায় ডাকাতি মামলায় ১২ জনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাসুদ আলী ১১ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) গিয়াস উদ্দিন।
দণ্ডিতরা হলেন- জীবননগর উপজেলার কবির হোসেন, সোলেমান হক, বকুল মিয়া, আনোয়ার হোসেন, রহম আলী, আরজ আলী, ফারুক হোসেন, বকুল মিয়া, মোহাম্মদ আলী, আব্দুল হান্নান, তবি মিয়া এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাসুদ রানা। এদের মধ্যে আব্দুল হান্নান পলাতক।
এপিপি বলেন, ২০১০ সালের ৭ এপ্রিল রাতে জীবননগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামের নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায় মুখোশধারী ১০-১৫ জনের একটি ডাকাত দল।
এ সময় ওই বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪১ হাজার আটশ টাকা এবং পাঁচ আনা ওজনের একজোড়া স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায় তারা।
তিনি আরও বলেন, পরে নুরুল ইসলাম বাদী হয়ে ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত ১২ আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]