প্রতি বছরের নভেম্বর মাসের ১১ তারিখে কমনওয়েলথভুক্ত দেশের হাইকমিশনাররা এই সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
Published : 11 Nov 2023, 04:05 PM
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৩টি দেশের ৭৩৭ জন বীর যোদ্ধার আত্মার শান্তি কামনায় কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি হলিক্রসে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করেছেন সাত দেশের কূটনীতিকরা।
শনিবার সকাল ১০টার দিকে ময়নামতি ক্যান্টনমেন্টে অবস্থিত ওয়ার সিমেট্রি হলিক্রসের পাদদেশে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে সৈনিকদের স্মরণ করেন কূটনীতিকরা।
কূটনীতিকদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, জাপান রাষ্ট্রদূত ইয়োমা কিমিনরি, অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার নার্দিয়া সিম্পসন, বাংলাদেশের নিযুক্ত ভারতের প্রতিরক্ষা প্রতিনিধি বিগ্রেডিয়ার এম এস সাবারওয়াল, পাকিস্তানের প্রতিনিধি সাইয়েদ আহমেদ মারুফসহ ব্রিটিশ কাউন্সিল ও বিভিন্ন দেশের মোট ৬৮ জন অতিথি।
এ সময় বক্তব্য রাখেন পিটার হাস, সারাহ কুক ও ইয়োমা কিমিনরি।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রদূতরা সমাধিস্থল ঘুরে দেখেন।
সৈনিকদের আত্মত্যাগের কথা স্মরণ করেন কূটনীতিকরা জানান, এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তারা স্মরণীয়।
এদিকে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ ইনফ্যান্ট্রি ডিভিশনের প্রতিনিধিরা।
১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সেনাকে সমাহিত করা হয় কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্টিতে। ১৯৬২ সালে একজনের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে গেলে এখানে বর্তমানে সমাধি রয়েছে ৭৩৭ জনের।