শার্শায় পাঁচ সোনার বারসহ আটক ১

সোনার বারগুলো ভারতে পাচারের জন্য বহন করা হচ্ছিল বলে বিজিবির দাবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2023, 06:28 PM
Updated : 27 Jan 2023, 06:28 PM

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে পাঁচটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বারগুলো ভারতে পাচার হচ্ছিল বলে বিজিবির দাবি।

শুক্রবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এ তথ্য জানান।

এর আগে শুক্রবার সকালে উপজেলার বাগআচড়া এলাকা থেকে সোনার বারসহ আবুল কালাম (৬৪) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আবুল কালাম উপজেলার বাগআচড়া গ্রামের জামাল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, জব্দ সোনার ওজন ৫৮৩ গ্রাম। যার বাজার মূল্য ৫৮ লাখ ৩০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ বলেন, সোনা পাচারের গোপন সংবাদে বেনাপোলগামী ওই বাইসাইকেল আরোহীকে থামানো হয়। আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার কোমরে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় পাঁচটি সোনার বার পাওয়া যায়।

আটক আবুল কালামকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।