চিকিৎসক জানান, আহত দুইজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
Published : 21 Feb 2024, 01:54 PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমির বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সিদ্ধি গ্রামে এ ঘটনা ঘটে বলেন শৈলকুপা থানার ওসি সৈয়দ শফিকুল ইসলাম চৌধুরি জানান।
ওসি শফিকুল বলেন, দীর্ঘদিন থেকে ওই গ্রামে ২০ শতক জমির মালিকানা নিয়ে মোক্তার হোসেন ও রাজু আহমেদের মধ্যে বিরোধ চলে আসছিল ।
“সকালে রাজু ওই জমিতে ঘর তুলতে গেলে মোক্তারের লোকজন বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষ ঢাল-সরকি, লাঠিসোঁটা এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ১০ জন আহত হয়।”
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক আল-মামুন বলেন, আহত সাতজনের মধ্য দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।