Published : 20 Jan 2024, 08:56 PM
ভরা মৌসুমে নওগাঁয় চালের দাম বাড়তে থাকায় চালকলে অভিযান জোরদার করেছে জেলা প্রশাসন; জরিমানার পাশাপাশি চারটি গুদামও সিলগালা করা হয়েছে।
পাঁচ দিনের চলমান এ অভিযানের প্রভাব দেখা গেছে উত্তরের শস্য ভাণ্ডার খ্যাত এ জেলার বাজারে। অভিযান চলাকালে দাম কমেছে কেজিপ্রতি এক থেকে দুই টাকা, যা আগের দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছিল।
দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে মজুদবিরোধী অভিযান শুরুর পর থেকে মোকামগুলোকে কমেছে চাল কেনাবেচাও। একই কথা জানিয়েছেন ক্ষুদ্র চাল ব্যবসায়ী ও ক্রেতারা।
ভ্রাম্যমাণ আদালত শনিবারও অভিযান চালিয়েছে জেলার তিন জায়গায়। বিভিন্ন অপরাধের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে আড়াই লাখ টাকা।
এ নিয়ে গত মঙ্গল থেকে এ পর্যন্ত পাঁচ দিনে জেলায় অবৈধভাবে ধান-চাল মজুদ রাখার অপরাধে ১৮ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে চারটি গুদাম সিলগালা করা হয়েছে।
বর্তমানে পাইকারিতে চালের ৫০ কেজির বস্তায় কমেছে ৫০ থেকে ৬০ টাকা; এতে খুচরা বাজারে দাম কমেছে কেজিতে এক থেকে দুই টাকা। আর ধানের দাম মণপ্রতি কমেছে ৬০ থেকে ৭০ টাকা।
নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা জানান, শনিবার বিকালে শহরতলীর আনন্দনগর এলাকার আর এম রাইচ মিলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ দিনের বেশি ধান মজুদ রাখার দায়ে এই মিল মালিককে এক লাখ টাকা জরিমানা ও তিনটি গুদাম সিলগালা করা হয়েছে।
একই অভিযোগে বিকালে সদর উপজেলার চুণ্ডিপুরে মফিজউদ্দিন অটো রাইচ মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া শহরের বাইপাস সড়কের তছিরন অটো রাইচ মিলে অতিরিক্ত ধান মজুদ রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার থেকে শনিবার রাত ৭টা পর্যন্ত জেলায় অবৈধভাবে ধান-চাল মজুদ রাখার অপরাধে ১৮ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৩৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি চারটি গুদাম সিলগালা করা হয় বলে জানান জেলা প্রশাসক।
চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, “নওগাঁসহ পুরো দেশে বেশ কয়েকটি করপোরেট কোম্পানি ধান-চালের ব্যবসায় নেমেছে। তারা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছেন।
“বাজারে ধানের আমদানি কমে যাওয়ার ফলে চালের দাম বেড়েছে। তবে দুদিন থেকে চালের দাম কেজিতে এক থেকে দুই টাকা কমেছে।”
চালের বাজার সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক গোলাম মওলা।