বাড়ির পেছনের জঙ্গল থেকে আটক হন আসামি।
Published : 22 Oct 2023, 09:57 PM
নাটোর সদর উপজেলায় পাঁচ বছর বয়সি শিশুকে ধর্ষণ মামলায় এক বৃদ্ধ গ্রেপ্তার হয়েছেন।
গত শনিবার মধ্যরাতে সদর উপজেলার ছাতনীর মাঝদীঘা এলাকায় নিজ বাড়ির পেছনের জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান।
গ্রেপ্তার ৫৫ বছর বয়সি মো. আমির হোসেন ওই এলাকার শিবপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
মামলার বরাত দিয়ে পুলিশ সুপার জানান, গত বুধবার দুপুরের দিকে আমির হোসেনের দোকানে শিশুটি চকলেট কিনতে যায়। তখন বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেয়েটিকে বৃদ্ধ তার বাড়ি নিয়ে ধর্ষণ করেন।
রোববার আসামিকে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, মামলার তদন্তভার পড়েছে সদর থানার এসআই মো. সাজ্জাদ হোসেনের ওপর।