চাঁদপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, শিক্ষিকার মৃত্যু

বোগদাদ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2022, 09:04 AM
Updated : 21 Nov 2022, 09:04 AM

চাঁদপুরে বাসের ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিকশার আরোহী এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের বটতলী এলাকার চাঁদপুর-কুমিল্লা সড়কে সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান।

নিহত নাজমা বেগম (৫৫) শহরের বিষ্ণুদী রোড এলাকার ফারুক আলমের স্ত্রী এবং উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন। তার গ্রামের বাড়ি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাতহলী গ্রামে।

শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস জানান, নাজমা সকালে বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য চাঁদপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা করে রওনা হন। পথে বোগদাদ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে দুমড়ে মুচড়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, বাস ও অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।