পেঁয়াজের দাম বেশি রাখার অভিযোগে আট ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Published : 11 Dec 2023, 08:05 PM
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে হবিগঞ্জে খুচরা পর্যায়ে এক কেজির বেশি পেঁয়াজ বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ সোমবার জানান, আগেরদিন জেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক বলেন, “প্রতি কেজি পেঁয়াজ ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি করা হবে এবং খুচরায় একজন ক্রেতাকে একসঙ্গে ১ কেজির বেশি পেঁয়াজ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
জেলা প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় শহরে।এ সময় পেঁয়াজের দাম বেশি রাখার অভিযোগে আট ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শহরের চৌধুরী বাজার ও শায়েস্তানগর এলাকায় পেয়াজের বাজারে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা।
দেবানন্দ সিনহা জানান, পেঁয়াজের দাম বেশি রাখায় শহরের শায়েস্তানগর এলাকার সাদিয়া স্টোরের মালিককে দুই হাজার, মেসার্স দীপা স্টোরকে দুই হাজার, একই এলাকার শ্রী দুর্গা স্টোরকে দুই হাজার ও চৌধুরী বাজার এলাকার জনি স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, “পেঁয়াজের বাজার যাতে করে নিয়ন্ত্রণে থাকে সেই লক্ষ্যে জনস্বার্থে এই অভিযান চালানো হয়েছে। অভিযানকালে জরিমানা দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। দাম পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলবে।”